শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে সাড়ে ৭শ’ বছরের হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবি

লাইভ নারায়ণগঞ্জ: প্রায় সাড়ে সাতশ বছরের পুরোনো একটি হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করেছে স্থানীয় একটি সংগঠন। শুক্রবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংসপ্রায় এই প্রাচীন গ্রন্থাগারের সামনে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, ১২৭৮ খ্রিস্টাব্দে উজবেকিস্তান থেকে আগত প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা সোনারগাঁয়ে এই হাদিস চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। এর পাশেই ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, যার অধ্যক্ষ ছিলেন তিনিই। দেশ-বিদেশে এই কেন্দ্রটির ব্যাপক পরিচিতি ছিল। এর পাশেই একটি সমৃদ্ধ গ্রন্থাগার ছিল, যার ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান।

বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি সংস্কার ও সুরক্ষার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে এর সংস্কার ও সুরক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির’ আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন কবি রহমান মুজিব, কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণের সভাপতি মো. বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

RSS
Follow by Email