পুনর্বিবেচনার পর নারায়ণগঞ্জ-৫ আসনের পুরনো সীমানা বহাল
লাইভ নারায়ণগঞ্জ: প্রার্থীদের আবেদন ও আপত্তির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের পুরনো সীমানা বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের তিনটি আসনের (৩, ৪, ও ৫) সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে দাবি, আপত্তি এবং সুপারিশ আসে।
ইসি জানিয়েছে, এসব আবেদন পর্যালোচনা করে এবং শুনানিতে উত্থাপিত যুক্তি ও তথ্য বিবেচনা করে প্রাথমিক তালিকায় প্রকাশিত সীমানা পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ আসনের ক্ষেত্রে পূর্বের সীমানাই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, আসনটির বর্তমান ভৌগোলিক কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না।