বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led04পরিবহনফতুল্লা

নতুন কর কমিশনারকে সরকারি চালক সমিতির ফুলেল শুভেচ্ছা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নবাগত কর কমিশনার মো. রওশন আখতারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুরে অবস্থিত জেলা কর কমিশনারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা গ্রহণকালে কর কমিশনার রওশন আখতার সমিতির সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই মা

সিক বেতন পান, তাই আয়কর প্রদান করবেন। পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন।” তিনি আরও বলেন, প্রতিটি মানুষের উচিত তার আয়ের ওপর কর দেওয়া, কারণ এর মাধ্যমে দেশ ও জাতি অনেক দূর এগিয়ে যাবে।

এ সময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন মুকুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসাইন এবং অর্থ সম্পাদক মো. রহমত উল্লাহ।

এছাড়াও, সংগঠনের কার্যকরী সদস্য আমিমুজ্জামান, সদস্য মো. জুয়েল, মো. রুবেল, মো. সুজন, ইমরান হোসেন, হায়দার আলীসহ অন্যান্য সদস্যরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email