শিক্ষার্থীদের গিয়াসউদ্দিন ‘ভালো করার প্রচেষ্টা তোমাদের এই অবস্থায় নিয়ে এসেছে’
লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. লুৎফর রহমান বলেছেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতির উন্নয়নের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। এই কারণেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁওয়ে পানাম ফুড পার্কে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
ড. লুৎফর রহমান আরও বলেন, “আমরা সবসময় চাই দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা শুধু তাদেরই নয়, বরং তাদের অভিভাবকদেরও সম্মান জানাই, যারা তাদের চলার পথে নেতৃত্ব দিয়েছেন।”
তিনি বলেন, “শিক্ষার সঠিক মূল্যায়নের জন্য শুধু চুপ করে বসে থাকলে হবে না। মেধার মূল্যায়ন যাতে রাষ্ট্র করে, সেজন্য সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রেখে ড. রহমান বলেন, “আমরা কি মেধার অগ্রাধিকারের জন্য লড়াই করিনি? জুলাই গণঅভ্যুত্থানে তোমাদের মতো ছাত্র-ছাত্রীরাই তো অংশগ্রহণ করেছিল। আর এই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মেধার আন্দোলন দিয়েই।”
অনুষ্ঠানের সভাপতি ও গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “তোমার গুণের জন্যই আজকে তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা তোমার প্রাপ্য। কারণ তুমি তোমার সময়কে কাজে লাগিয়েছো, চেষ্টা অব্যাহত রেখেছো এবং ভালো করার প্রচেষ্টা তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নাজমুল ইসলাম পাটওয়ারী, মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভূঁইয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন।