বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপি জনগণের দল। এ দলের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ। আমরা সাম্রাজ্যবাদী শক্তি ও দুর্নীতিকে বিতাড়িত করে সুশাসন প্রতিষ্ঠা করব এবং সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে একটি সাম্প্রদায়িকতামুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আজকের র্যালিতে কোনো নেতার ছবি নেই, আছে শুধু জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। অথচ কিছু ব্যক্তি তাদের কর্মসূচিতে নিজেদের বড় বড় ছবি ব্যবহার করছে, যা গ্রহণযোগ্য নয়।”
র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।