এনসিসির নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভাই।
গত বছরের গণঅভ্যুত্থানের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন এনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট তাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হলে এনসিসির প্রশাসকের পদটি শূন্য হয়।