ধর্ম যার যার, বাংলাদেশ সবার: নজরুল ইসলাম আজাদ
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালীরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “জননেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। বিএনপি সবসময় মানুষের অধিকারের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয় মানুষ। তাদের নির্বিঘ্নে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দিতে হবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মের মানুষ যাতে হয়রানি বা নির্যাতনের শিকার না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি নেবে।”
তিনি আরও বলেন, “আপনারা সংখ্যালঘু নন, আপনারা বাংলাদেশের নাগরিক। আমাদের যেমন অধিকার, আপনাদেরও তেমনি সমান অধিকার রয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বাংলাদেশে হিন্দু-মুসলমানকে আলাদা করে দেখা বা রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা লজ্জাজনক। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেটা আমাদের সকলের দায়িত্ব।”
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে। অন্যান্যদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।