সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং মো. নাহিদের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের কারণে ১৫(১) অনুযায়ী এই জরিমানা করা হয়।
অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার কুমিল্লা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া, হৃদয় স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ কেজি পলিথিন এবং আল-মদিনা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।