বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led05অর্থনীতিফতুল্লা

এনআর গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে নারীর আত্মহত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে শাবনাজ আক্তার (২০) নামের এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এনআর গার্মেন্টস কারখানায় এই ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহ সদরের বাসিন্দা ছিলেন এবং ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজারে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্র জানায়, শাবনাজ কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ার পর দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি শরিফুল বলেন, “আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

RSS
Follow by Email