বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

বৈষম্যবিরোধী হত্যাসহ ১০ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ মোট ১০টি মামলার আসামি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইউসুফ মোল্লা স্বপন সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চারটি মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ছয়টি মামলা আছে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু বলেন, “স্বপন ২০১৮ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে কিছু সময় রাজনীতি থেকে দূরে ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে থানা আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।”

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্বপনের বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তিনি কোন দলের রাজনীতি করেন, তা এখানে মুখ্য নয়। তাকে আদালতে পাঠানো হবে।”

RSS
Follow by Email