বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে দুটি পুকুরে দুটি মরদেহ, পরিচয় শনাক্ত করল পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তারাবো এবং গোলাকান্দাইল এলাকার দুটি পুকুর থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মোহাম্মদ সালমান (১৫), যে শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল। তার মরদেহ তারাবো পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সালমান বরাবো পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

আরেকজন হলেন আলমগীর হোসেন (৩২), যিনি শুক্রবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার মরদেহ গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে ভেসে ওঠে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RSS
Follow by Email