সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ভোরে বাবা, দুপুরে মেয়ের মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একই দিনে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জান্নাত (৪) নামের একটি শিশু মারা যায়, এবং এর আগে ভোরে মারা যান তার বাবা হাসান গাজী। এই ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের মোট চারজনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর থেকে শিশু জান্নাত তার দগ্ধ বাবা-মাসহ স্বজনদের সঙ্গে টানা পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, শিশু জান্নাতের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে হঠাৎ বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ হয়েছিলেন।
এর আগে গত ২৪ আগস্ট এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মারা গিয়েছিলেন। নিহত শিশু ইমাম ছিল হাসান গাজীর ছেলে। বর্তমানে এই পরিবারের আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।