বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযান: শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কবির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বন্দরের ফুলহর এলাকায় ‘ভোজন বিলাস’ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় বন্দর থানার একরামপুর এলাকার কদম রসুল কলেজের সামনে শ্রমিক লীগ নেতা কবির হোসেন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করেন।