মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led05বন্দর

বন্দরে নারীসহ ২ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মদনগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নূরে আলম (৪৬) এবং মিম (২৭)। তারা দুজনই মাহমুদনগর এলাকার বাসিন্দা।

বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বেঁদেপট্টিতে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email