সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02সদর

পরিত্যক্ত জিয়া হলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির আশঙ্কা

লাইভ নারায়ণগঞ্জ: শহরের চাষাড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হলের ভেতরে হলরুমটিতে আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এর ভেতরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তাদের ধারণা, আশেপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে স্থানীয়দের মতে, এই পরিত্যক্ত ভবনের ভেতরে ও পেছনের দিকে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা থাকে, সেখান থেকেও আগুন লাগতে পারে।

উল্লেখ্য, জিয়া হল প্রাঙ্গণে বর্তমানে জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলা চলছে, তবে আগুন হলের বাইরে ছড়িয়ে পড়েনি।

RSS
Follow by Email