ত্বকী হত্যায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন আদালত
লাইভ নারায়ণগঞ্জ: মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
ত্বকী হত্যা মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আদালত আগামী ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান এবং মামলার বাদীপক্ষের আইনজীবী এড, প্রদীপ ঘোষ বাবু।
২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয়েছিল। বর্তমানে ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।