শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
জেলাজুড়ে

ভোলারগঞ্জ থেকে লুট হওয়া পাথর র‍্যাব-১১ অভিযানে জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র‍্যাব। ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশ করা পাথর জব্দ করা হয়েছে। এই অভিযানে ৭টি প্রতিষ্ঠান থেকে এই পাথর উদ্ধার করা হয়।

জানা গেছে, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫০ কোটি টাকা। এছাড়া প্রায় ৬ লাখ ঘনফুট বালুও লুটপাট হয়েছে, যার বাজারমূল্য ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে জড়ো করে ক্রাশার মেশিনে পাঠানো হতো।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ এই পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযানের অগ্রগতির বিস্তারিত শিগগিরই জানানো হবে।

অবৈধ পাথর লুট বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

RSS
Follow by Email