ছাত্র হত্যার অভিযোগে বাবুল চেয়ারম্যান গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ের সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল। তিনি উপজেলা আওয়ামী লীগেরও সদস্য। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।
বাবুলের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ছাত্র হত্যার অভিযোগ আছে। সোনারগাঁও থানাতেও তার নামে একাধিক মামলা আছে। তাকে প্রাথমিকভাবে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বাবুল আওয়ামী লীগ সরকারের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।