মেঘনা নদীতে ফুটবল কুড়াতে গিয়ে নিখোঁজ যুবক
লাইভ নারায়ণগঞ্জ: বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বল আনতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হয়েছেন অনন্ত চন্দ্র মনি দাশ (১৯) নামের এক যুবক। বুধবার বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের টেটিয়া পাওয়ার হাউস বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। সাঁতার না জানার কারণেই তিনি পানিতে তলিয়ে যান বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নিখোঁজ অনন্ত চন্দ্র মনি দাশ আড়াইহাজার উপজেলার দুপ্তারা কালিবাড়ী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলার এক পর্যায়ে ফুটবল মেঘনা নদীতে পড়ে গেলে অনন্ত সেটি আনতে নদীতে নামেন। কিন্তু সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয়েছে।