আইনজীবী সমিতির নির্বাচন: রেজা ও গালিবের নেতৃত্বে মনোনয়ন দাখিল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র দাখিল করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে প্যানেলের প্রার্থীরা বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াসহ অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের নেতৃত্বে এই প্যানেলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীরা: সভাপতি: অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, সিনিয়র সহ-সভাপতি: অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, সহ-সভাপতি: অ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, আপ্যায়ন সম্পাদক: অ্যাডভোকেট শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট আলী আজম, ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক: অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম রসূল রসরু, আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান মাসুম, সদস্য: অ্যাডভোকেট আব্দুল রউফ ও অ্যাডভোকেট আনোয়ারুল আজিম চৌধুরী।
এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ আলী এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. হাফিজুর রহমান মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।