বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
Led05আদালতরাজনীতি

আইনজীবী সমিতির নির্বাচন: জামায়াত সমর্থিত ‘ল’ইয়ার্স কাউন্সিল’র মনোনয়ন দাখিল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন ২০২৫-২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সংগঠনের মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ ও অ্যাডভোকেট মোহা. মাঈন উদ্দিন মিয়ার নেতৃত্বে এই প্যানেলে ১৭টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও অন্যান্য কমিশনারবৃন্দ।

ল’ইয়ার্স কাউন্সিলের প্যানেলে যারা আছেন: সভাপতি: অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি: অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আল আমিন, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক: অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক: অ্যাডভোকেট নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মাসুদুর রহমান, সদস্য: অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম।

এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট হাফিজুর রহমান মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email