বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
Led03আদালতরাজনীতি

না.গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের মনোনয়ন দাখিল

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ২০২৫-২০২৬ সালের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বারী ভুঁইয়ার কাছে সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধানসহ প্যানেলের অন্য সদস্যরা তাদের মনোনয়ন জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

১৭টি পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন যারা: সভাপতি: অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি: অ্যাডভোকেট কাজী আ. গাফফার, সহ-সভাপতি: অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট শাহ্জাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক: অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, লাইব্রেরী সম্পাদক: অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক: অ্যাডভোকেট রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মামুন মাহমুদ।

কার্যকরী সদস্য পদে লড়বেন: অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট মো. তেহসিন হাসান (দিলু), অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আবু রায়হান।

আগামী ২৮ আগস্ট এই নির্বাচনে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

RSS
Follow by Email