সুইচ গিয়ারসহ দুই অটোরিকশা চালককে পুলিশে দিলো জনতা
লাইভ নারায়ণগঞ্জ: শহরের দেওভোগ এলাকায় মারামারি করার সময় দুই অটোরিকশা চালককে সুইচ গিয়ারসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৩ আগস্ট) সকালে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। তাদের দুজনেই অটোরিকশা চালক বলে জানা গেছে এবং তাদের অটোরিকশাসহ আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “মর্গ্যান স্কুলের সামনে দুই ব্যক্তি মারামারি করছিল। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাদের থানায় নিয়ে আসা হচ্ছে।”
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।