যানজট নিরসনে চেম্বার, বিকেএমইএ ও মডেল গ্রুপের আর্থিক সহায়তা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ‘গ্রিন ও ক্লিন’ শহর গড়তে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠন, বিকেএমইএ এবং মডেল গ্রুপ যৌথভাবে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের একটি মতবিনিময় সভা হয়। সেই সভায় জেলা প্রশাসক যানজট নিরসনে অতিরিক্ত জনবলের সহায়তা চেয়েছিলেন। তারই প্রেক্ষিতে এবার এগিয়ে এসেছেন ব্যবসায়ী নেতারা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান যানজট নিরসনে চেম্বার ও বিকেএমইএ-র সঙ্গে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু এবং বিকেএমইএ-র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল ও পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।