সোমবার, আগস্ট ১১, ২০২৫
Led04বন্দর

প্রাক্তন স্ত্রীকে হত্যার পর না.গঞ্জে আত্মগোপন, স্বামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকায় সাবেক স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা ঘাতক মো. শফিকুল ইসলাম কাজীকে (২৬) গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। শনিবার বন্দর থানার কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে নারায়ণগঞ্জে এসে আশ্রয় নেন বলে জানায় পুলিশ।

পুলিশের সূত্র অনুযায়ী, সুমি আক্তার ও শফিকুল ইসলাম কাজীর দাম্পত্য জীবনে পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে গত ৩০ জুন সুমি স্বামীকে তালাক দেন। এরপরও তারা পাশাপাশি বাসায় থাকতেন এবং তাদের মধ্যে তালাক নিয়ে বিবাদ চলছিল। ২১ জুলাই সন্ধ্যায় সুমি তার ছেলের জন্য খাবার নিয়ে শফিকুলের বাসায় যান। রাতে সবাই একসঙ্গে খাবার খান।

রাত তিনটার দিকে শফিকুল তার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে ছেলে কান্নাকাটি শুরু করে। এ সময় প্রতিবেশীরা বিষয়টি খেয়াল করলে শফিকুল তার ছেলেকে রেখে চাবি নিয়ে পালিয়ে যান। পরদিন সকালে বাসার মালিক তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের নিচে একটি বস্তায় সুমি আক্তারের লাশ দেখতে পান। তার গলায় ওড়না পেঁচানো ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শফিকুল নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকায় আত্মগোপন করেছেন। এরপর মদনগঞ্জ নৌ-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

RSS
Follow by Email