কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ২০টি পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করা সরকারি কর্মচারীর পরিবার এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হওয়া কর্মচারীরা এই অনুদান পেয়েছেন।
সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে ২০ জন কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। মৃত্যুবরণকারী কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হওয়া কর্মচারীদের ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।” তিনি জানান, এই অনুদান নীতিমালা অনুযায়ী, মৃত বা স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর পরিবার আর্থিক সহায়তা পাবে, যা তাদের কষ্ট লাঘব করবে। তিনি আরও বলেন, এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক এবং একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে উৎসাহ দেবে।
এ সময় জেলা প্রশাসক সবাইকে এই সুবিধা সম্পর্কে সচেতন থাকার এবং যথাযথভাবে আবেদন করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।