সোমবার, আগস্ট ১১, ২০২৫
Led05রাজনীতিসিদ্ধিরগঞ্জ

‘মুইদ ফাউন্ডেশন’ মানবকল্যাণে কাজ করবে: মাওলানা জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: মানুষের কল্যাণে কাজ করাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, ‘মুইদ ফাউন্ডেশন’ এই অঞ্চলে শিক্ষা, সেবা ও উন্নয়নের ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা পালন করবে।

সোমবার (১১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল নয়াআটি এলাকায় মুইদ ফাউন্ডেশনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল জব্বার ফাউন্ডেশনের শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুইদ ফাউন্ডেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোঃ কামাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের অন্যান্য পরিচালক, কর্মচারী ও এলাকাবাসী।


RSS
Follow by Email