মহাসড়কে এক ব্যাক্তি আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: মহাসড়কে এক ব্যাক্তিকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। তাদের দাবি আটককৃত ব্যাক্তি ‘মাদক কারবারি’। সোমবার (১১ আগস্ট) দিবাগত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজার সামনে, একটি বাসের তল্লাশি চলাকালে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতর নাম জুরান আলী (৪০)। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপুর চৈতিলা গ্রামের বাসিন্দা।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য জানান, তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার কাছে একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ‘সিডিএম’ পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে চালক বাসটি থামান। বাসটি থামার সঙ্গে সঙ্গে জুরান আলী একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
আটক করার পর তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জুরান আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।