শনিবার, আগস্ট ৯, ২০২৫
ধর্ম

যুব আন্দোলনের জোনভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে দুটি ভিন্ন জোনে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের দিকনির্দেশনা দেন।

জেলার শিবু মার্কেটে অবস্থিত আই.জে.এ.বি শাখা কার্যালয়ে প্রথম জোনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ।

অপরদিকে, রূপগঞ্জ থানার গাউছিয়াতে দ্বিতীয় জোনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ।

উভয় জোনেই জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালাগুলোতে সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয় এবং কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

RSS
Follow by Email