শনিবার, আগস্ট ৯, ২০২৫
Led05বন্দর

বন্দরে এক ব্যাক্তি আটক, গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃত ব্যাক্তি একজন মাদক কারবারি। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রহমান (৫০)। সে বন্দর থানার রামনগর এলাকার মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেবের নেতৃত্বে একটি দল রামনগর এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রহমানকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email