জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণজমায়েত ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানা। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার স্থায়ী বিলোপের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরস্মরণীয় দিন। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদ উৎখাতে এই দিনটি ছিল এক ঐতিহাসিক মাইলফলক। রক্তে রঞ্জিত এই দিন আমাদেরকে শপথ করায়—স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনীয় আইনি সংস্কার করা গেলে সেই আত্মত্যাগ সার্থক হবে।”
মাওলানা দীন ইসলাম আরও বলেন, “জুলাই ও ৫ আগস্টের স্মৃতি জনতার ঐক্য, সংহতি এবং রক্তের মাধ্যমে অর্জিত বিজয়ের বার্তা দেয়। এই ঐক্য ধরে রেখে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য এই আন্দোলন হয়নি, বরং স্বৈরতন্ত্র চিরতরে বিলোপ করার জন্য জনগণ রক্ত দিয়েছে।”
ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক। এছাড়া ফতুল্লা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।