বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
Led04রাজনীতি

ত্বকী হত্যার আলোকপ্রজ্বালনে না.গঞ্জে আসছেন অধ্যাপক আনু মুহাম্মদ

লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখার ১৪৯ মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আগামী ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে একটি আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে ত্বকী মঞ্চ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্বকী হত্যা দেশের বিচারহীনতা এবং রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ। দীর্ঘ সাড়ে এগারো বছর শেখ হাসিনার সরকার এই বিচার বন্ধ করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।

আলোকপ্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক আনু মুহাম্মদ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ত্বকীকে ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে অপহরণ করা হয় এবং তার পরদিন শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

RSS
Follow by Email