বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
সিদ্ধিরগঞ্জস্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে এনসিসি’র সচেতনতামূলক সভা

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে সচেতনতা বাড়াতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন। তিনি শিক্ষার্থীদের ডেঙ্গু মশা এবং এর বংশবিস্তার সম্পর্কে ধারণা দেন এবং নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উৎসাহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিধন সুপারভাইজার মো. আব্দুল্লাহ আল মামুন, ২ নম্বর ওয়ার্ডের সচিব মো. তানভির হাসান তুহিন, স্কুলের প্রধান শিক্ষক মো. সাঈদুর রহমান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপত্তিস্থল ধ্বংস করা অপরিহার্য। এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। তাই বাড়ির আঙিনা, ফুলের টব, টায়ার এবং অন্যান্য স্থানে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

RSS
Follow by Email