বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
Led04বন্দরসদর

কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের কালীর বাজার ও দিগুবাবুর বাজার এলাকার ১৩টি ব্যবসায়ী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম ফলপট্টি এলাকায় নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নামার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে শহরের এক নম্বর রেলগেট থেকে পুরো সিরাজ উদদ্দৌলা সড়কটিতে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হবে এবং তা জনগণের জন্য ভয়াবহ দুর্ভোগের কারণ হবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সড়কটিতে একটি বড় স্কুল (নারায়ণগঞ্জ হাই স্কুল) ও নারায়ণগঞ্জ কলেজ ছাড়াও শহরের দুটি বড় বাজার (দিগুবাবু ও কালীর বাজার), রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ রয়েছে। এটি দেশের বৃহত্তম রঙ ও সুতার বাজার টানবাজারে প্রবেশেরও প্রধান সড়ক। ফলে এখানে এমনিতেই ভয়াবহ যানজট লেগে থাকে। এছাড়া, রেলক্রসিং থাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সেতুর মুখ এখানে যুক্ত হলে পুরো এলাকাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।

স্মারকলিপি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবি জানিয়েছে। তারা বলেছে, অপরিকল্পিত উন্নয়ন জনগণের দুর্ভোগ ছাড়া কোনো সুফল বয়ে আনে না।

স্মারকলিপি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো: কালীর বাজার কমিটি, নারায়ণগঞ্জ কলেজ, আব্দুল্লাহ (র.) মাজার ও মসজিদ, বায়তুস সালাত জামে মসজিদ, শ্রী শ্রী জয় কালী মন্দির, কালীর বাজার বৃহত্তর ঔষধ মার্কেট, শ্রী শ্রী শিব শীতলা তারা মায়ের মন্দির, এন ইসলাম রেলওয়ে মার্কেট, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স, কদম আলী মস্তান খানকা শরীফ, কালীর বাজার ফ্রেন্ডস মার্কেট, হাজী তারা মিয়া মার্কেট ও কালীর বাজার ইলেক্ট্রিক কল্যাণ সমিতি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. আকবর হোসেন, ডা. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম, তানভীর হোসেন, মো. শফিউদ্দিন আহমেদ, হাজী মো. নাজির খান, মো. সুমন চৌধুরী ও জুয়েল হোসেনসহ অন্যান্য ব্যক্তি।

RSS
Follow by Email