বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
জেলাজুড়ে

কম দামে নতুন স্মার্টফোন GDL GigaX Y30 বাজারে

লাইভ নারায়ণগঞ্জ: সাশ্রয়ী দামে উন্নত ফিচারের স্মার্টফোন খুঁজছেন? আপনার জন্য বাজারে এসেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল)-এর নতুন স্মার্টফোন GDL GigaX Y30। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯,৪৯০ টাকা। প্রতিষ্ঠানটি এর আগেও এই ফোনটি এনেছিল এবং ভালো সাড়া পেয়েছিল।

স্মার্টফোনের বিশেষত্ব:
ডিসপ্লে: এতে আছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এটি গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। স্ক্রিন ডিজাইনে আধুনিক ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হয়েছে।

পারফরম্যান্স: ফোনটিতে রয়েছে ইউনিসক T606 চিপসেট। এতে মোট ১০ গিগাবাইট র‍্যাম (৪ জিবি ফিজিক্যাল এবং ৬ জিবি ভার্চুয়াল) রয়েছে, যা দ্রুত কাজ ও গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী।

ক্যামেরা: ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

ব্যাটারি: দীর্ঘ সময় ব্যবহারের জন্য ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং টাইপ-সি চার্জিং পোর্ট সমর্থন করে।

অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা: এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং রয়েছে, যা এটিকে ধুলো ও পানির ছিটা থেকে সুরক্ষা দেবে।

গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড জানিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আধুনিক ফিচারযুক্ত এই স্মার্টফোনটি shop.grameendistribution.com ওয়েবসাইটে এবং দেশের যেকোনো অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

RSS
Follow by Email