মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led02জেলাজুড়ে

শহীদদের সমাধি সংরক্ষণ করবে এনসিসি

লাইভ নারায়ণগঞ্জ: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি অমর করে রাখতে তাদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে শহীদদের সমাধি সংরক্ষণের উদ্যোগ নিল। প্রতিটি সমাধিকে মার্বেল পাথর দিয়ে নামাঙ্কিত করা হবে এবং বাঁধাই করে রাখা হবে।

সোমবার (৪ আহগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান এ ঘোষণা দেন। এর আগে দিবসটি উপলক্ষে নগর ভবন থেকে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ এইচ এম কামরুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এবং আমরা অঙ্গীকার করতে চাই যে এই প্রতিষ্ঠানকে একটি বৈষম্যহীন নাগরিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email