নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ফতুল্লায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে চার প্রতিষ্ঠান থেকে প্রায় ৪.৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং মোট ৩৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় পরিচালিত এই অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, এস এম মাজিদ মিনি সুপার শপ: ৫০০ টাকা জরিমানা, ৩০০ গ্রাম পলিথিন জব্দ। জাহানারা স্টোর: ১,৫০০ টাকা জরিমানা, ১.৫ কেজি পলিথিন জব্দ। মায়ের দোয়া স্টোর-১: ৫০০ টাকা জরিমানা, ১.২ কেজি পলিথিন জব্দ। মায়ের দোয়া স্টোর-২: ১,০০০ টাকা জরিমানা, ১.৫ কেজি পলিথিন জব্দ।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।