সোমবার, আগস্ট ৪, ২০২৫
Led04স্বাস্থ্য

বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, আরও ৫ জনের ডেঙ্গু শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে। শুধুমাত্র চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ১৯জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে এই ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে পুরো জেলায় হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

RSS
Follow by Email