রবিবার, আগস্ট ৩, ২০২৫
Led04রাজনীতি

সব কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য:মাওলানা মঈনউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: সব কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের মজলিসে শূরার ষাণ্মাসিক অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সকল পর্যায়ে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেশের মানুষ ইসলামের বিজয় দেখার জন্য অপেক্ষায় আছে।”

সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল জব্বার বলেন, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে, যা ইসলামী জাগরণের স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে। তিনি দলের অসুস্থ আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া চান।

মাওলানা আবদুল জব্বার সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বৈঠক শেষে মাওলানা মঈন উদ্দিন আহমাদ ডা. শফিকুর রহমানের সফল বাইপাস সার্জারির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিনসহ মজলিসে শূরার সদস্যরা।

RSS
Follow by Email