শনিবার, আগস্ট ২, ২০২৫
Led04রাজনীতি

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম জারি রাখুন: রাজেকুজ্জামান রতন

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে শোষণ, বৈষম্য বিলোপ এবং পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখতে হবে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ আয়োজিত এক গণসমাবেশ ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।

কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশের লড়াকু জনগণ কোনো অন্যায়, জবরদস্তি বা দুঃশাসন মেনে নেয় না। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান তারই প্রমাণ। কিন্তু জনগণের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় বারবার ব্যর্থ হচ্ছে। এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার এবং এক দুর্নীতিবাজের পরিবর্তে আরেক দুর্নীতিবাজ ক্ষমতায় আসছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে না হতেই এর আকাঙ্ক্ষা পদদলিত করা শুরু হয়েছে। মানুষের সেই আশা ক্রমশ ফিকে হয়ে আসছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের কাজে মনোযোগ না দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া, রাখাইনে করিডোর প্রদান, তুরস্ককে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের অনুমতি দেওয়া, স্টার লিংকের সঙ্গে চুক্তি ইত্যাদি কাজ করছে, যা জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে।

রতন আরও বলেন, জুলাই আন্দোলনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং মব সন্ত্রাস সংঘটিত হচ্ছে। সরকার এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নারীদের ওপর আক্রমণ, আদিবাসী ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মুক্তিযুদ্ধকে হেয় করা এবং সংবিধান থেকে ৪টি রাষ্ট্রীয় মূলনীতি বাদ দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেন তিনি।

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির।

নেতৃবৃন্দ ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবি জানান।

RSS
Follow by Email