সাবেক কাউন্সিলর ইকবালের শাশুড়ির রুহের মাগফেরাত কামনায় দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের শাশুড়ি, মরহুমা নাছেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম, কামাল হোসেন, নাজিমউদ্দিন, মাস্টার মহিউদ্দিনসহ অনেকে।