জমি সংক্রান্ত প্রতারণা রুখতে খানপুরে ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: জমি সংক্রন্ত সেবাকে সহজতর ও প্রতারণা রুখতে খানপুরে ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) নগরীর খানপুর হাসপাতাল রোড ভূমি অফিস সংলগ্ন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ অনেক কম। তাই দেখা যায় ভূমি নিয়ে আমাদের মাঝখানে জটিলতা বেশি হয়। আমাদের যতগুলো মামলা হয়, অধিকাংশ জমি সংক্রান্ত। জনগণকে ভূমি জটিলতা থাকে নিষ্ক্রিত দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ঠিক সেরকমই একটি পদক্ষেপ হলো ভূমি সেবা কেন্দ্র। এই কেন্দ্রের কাছে আশা থাকবে, যারা ভূমি সেবা নিতে আসবে তারা কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হয়। জনগণ যাতে ভুয়া দলিলের বা কোন ধরনের প্রতারণা শিকার এখানে না হয়। এই লক্ষ্যই আমরা নারায়ণগঞ্জে মোট নয়টি ভূমি সেবা কেন্দ্রের অনুমোদন দিয়েছি। আজ যে লক্ষ্যে এই ভূমি সেবা কেন্দ্র করে উদ্বোধন করা হয়েছে, সেই সেবাগুলো যদি জণগন সঠিকভাবে পায় তাহলে আগামীতে ভূমি সেবা কেন্দ্র বাড়বে। কিন্তু যদি দেখি যে, কেন্দ্রগুলো থেকে প্রতারণার অভিযোগ পাচ্ছি তাহলে সে ক্ষেত্রে আমাদের আবার অন্য পথে যেতে হবে। এই ভূমি সেবা কেন্দ্রে প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট রেট দেওয়া আছে, তাই এখানে প্রতারণার সুযোগ কম। ভূমি সেবার কর্মকর্তাদের কাছে আশা করবো, এখানে যারা আপনাদের কাছে সেবার জন্য আসবে তারা যেন কোনভাবে প্রতারিত না হয়।
উদ্বোধনে জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।