সোমবার, জুলাই ২৮, ২০২৫
বন্দর

বন্দরে মেহেদী হত্যা মামলায় নারীসহ আটক আরও ২

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হত্যার ঘটনায় নারীসহ আরো ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আটককৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। এর আগে শনিবার রাতে বন্দরে হাফেজীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বন্দর হাফেজীবাগ এলাকার কামাল হোসেনের ছেলে রিফাত (২৫) ও বন্দর দত্তবাড়ী এলাকার মৃত মোস্তফা মিয়ার স্ত্রী শিল্পী ওরফে টাকলা শিল্পী বেগম (৪৭)।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ প্রতিশোধ নিতে মেহেদী নামের এক যুবককে হত্যা করে। এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

RSS
Follow by Email