রবিবার, জুলাই ২৭, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক পার্বতীপুরে কাটা অবস্থায় উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুর থেকে কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও চোরচক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হলেও, ঘটনার মূল হোতা ভাঙাড়ি ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২৩ জুলাই সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুদ রানা এন্টারপ্রাইজ-এর মালিকানাধীন একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২) হঠাৎ নিখোঁজ হয়। অভিযোগ উঠেছে, ট্রাকচালক সোহাগ (৩৩) গাড়িটি নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে চলে যান এবং স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করে দেন।

ট্রাক মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর মোবাইল ফোন ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাকটি কাটার সময় পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ট্রাকচালক সোহাগ এবং চোরচক্রের সদস্য ফেরদৌস (৩২), পিতা: কাইয়ুম, গ্রাম: নুরনগর, হাতেনাতে গ্রেপ্তার হন।

তবে, অভিযানের সময় মূল ভাঙাড়ি ব্যবসায়ী ও চোরাই মাল ক্রেতা মাসুদ পারভেজ ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে যে, পুলিশি অভিযানের পরেও কীভাবে মূল হোতা পালিয়ে যেতে পারল।

পুলিশ কাটা ট্রাক এবং গ্রেপ্তারকৃতদের পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে। ট্রাক মালিক মাসুম রানা বলেন, “জিপিএস সিগন্যাল হারানোর সঙ্গে সঙ্গে আমি জিডি করি। পরে ট্র্যাকিংয়ের মাধ্যমে পার্বতীপুর থানা পুলিশ আসামিদের আটক করে।”

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। চোরাই মাল ক্রয়ে জড়িত মাসুদ পারভেজকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”

RSS
Follow by Email