রবিবার, জুলাই ২৭, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. আরিফ (৫০) এবং কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. মালেক ভান্ডারীর ছেলে মো. আব্দুল হালিম (৪০)।

পুলিশ জানায়, এই দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টহল দল তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করে।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

RSS
Follow by Email