আড়াইহাজারে যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ হকার উচ্ছেদে অভিযান
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার বাজারের তীব্র যানজট নিরসনে ফুটপাত ও সড়কে অবৈধভাবে গড়ে ওঠা হকারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বাজারের ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক হকারকে সড়ক থেকে উচ্ছেদ করা হয়। এছাড়াও, আরও অর্ধশতাধিক দোকানিকে অবৈধভাবে ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন, যারা শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন জানান, রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচলের সুবিধা এবং যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেনও জানান, “আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”