সরকারি ব্যবস্থাপনা অপর্যাপ্ত হলেও জামায়াতে ইসলামী কাজ করে যাবে: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: বক্তাবলীর সার্বিক উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল জব্বার। তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানুষের সমষ্টিগত চাহিদা পূরণের জন্য কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করছে। সরকারি ব্যবস্থাপনা অপর্যাপ্ত হলে অথবা মানুষের সক্ষমতার বাইরে থাকা ক্ষেত্রগুলোতে জামায়াতে ইসলামী তার সামর্থ্য অনুযায়ী জনকল্যাণে কাজ করে যাবে।
শনিবার (২৬ জুলাই) সকালে বক্তাবলীর ব্রিজ, বক্তাবলী বাজারের খানাখন্দ পূর্ণ রাস্তা এবং লক্ষীনগর ও মধ্যনগর খালের ওপর ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা পরিদর্শনের সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বক্তাবলী বাজার ব্যবসায়ী কমিটির অফিসে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বক্তাবলী ইউনিয়নের কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি, বক্তাবলী, গোপালনগর, লক্ষিনগর ও মধ্যনগর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ জাকির হোসাইন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন আমীর আবু বক্কর সিদ্দিক, ইউনিয়নের সেক্রেটারি নাসির উদ্দিন, আদর্শ শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জের নেতা আব্দুল করিম খান, সাইদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা আবদুল জব্বার জানান, ভবিষ্যতে যদি জামায়াতে ইসলামী দেশ ও মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি দলীয় ব্যবস্থাপনায়ও মানুষের কল্যাণে কর্মসূচি পালন করে যাবে।