রবিবার, জুলাই ২৭, ২০২৫
Led04রাজনীতি

‘বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না’ পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুশিয়ারি

লাইভ নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, “বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজিদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তিবর্গের রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন, র‌্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না। ধরে ফেলতে হবে।”

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন ও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে র‌্যাব-১১, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স-এ আগমন করেন। পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি সেখানকার মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়াও, তিনি পুলিশ লাইন্সের ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা, এবং পুলিশ লাইন্স মেস পরিদর্শন করে অফিসার ও ফোর্সের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম খুবই ভালো। মূল কাজ হলো মাদকের বড় বড় গডফাদারদের ধরা। আমরা সাধারণত কারবারিদের ধরতে পারি। শুধু কারবারি না, গডফাদারদের গ্রেফতার করতে হবে।”

গণমাধ্যমের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন। এটার মধ্যে কোনো লুকোচুরির সুযোগ নেই।” তিনি স্বীকার করেন, কিছু স্বার্থান্বেষী মহল সব সময় সমস্যা তৈরির চেষ্টা করে।

এ সময় উপস্থিত ছিলেন এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি ও মহাপরিচালক (ডিজি), র‌্যাব; রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্); ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক ও ডিবি); মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, র‌্যাব-১১ ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ সহ বিভিন্ন কর্মকর্তারা।

RSS
Follow by Email