সোনারগাঁয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে মো. শামীম।
ভূক্তভোগীর শশুর জাইদুল হক গণমাধ্যমে জানায়, ৪ মাস আগে শামীম তাদের বাড়িতে ভাড়া থাকতো। সে একজন মাদকাসক্ত। শনিবার মধ্য রাতে তার ছেলের স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে আঘাত করে জখম করে। বর্তমানে ভুক্তভোগী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান সাংবাদিকদের বলেন, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।