বুধবার, জুলাই ২৩, ২০২৫
Led04বন্দর

বন্দরে সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ, তিন যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‍্যাবের দাবি, আটককৃতরা মাদক কারবারি। রবিবার দুপুর ২টায় বন্দর উপজেলার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল কাজিরহাটের গদিকাটা এলাকার ইসমাইল খানের ছেলে পিকআপের চালক ইমরান (২৩), বাগেরহাট কচুয়ার মঘিয়া এলাকার সোলেমান ফকিরের ছেলে পিকআপের হেলপার মো. আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণের শাহ দৌলতপুর এলাকার হারুন মিয়ার ছেলে মোটরসাইকেলের চালক মো. মাসুম (২৮)।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানায়, আটককৃত ইমরান, মো. মাসুম ও মো. আলমগীর পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য পরিবহন করছিল। তারা কুমিল্লা জেলা থেকে সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দকৃত পিকআপে করে আনে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা একটি বিশেষ কৌশল অবলম্বন করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইমরান ছিল পিকআপের চালক এবং মো. আলমগীর হেলপার। তারা কুমিল্লা থেকে গাঁজা পিকআপে তুলে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় মো. মাসুম একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে গাইড করছিল। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তাদের তথ্য দিচ্ছিল যাতে তারা গাঁজা ঢাকায় পৌঁছে দিতে পারে। আটককৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email